বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে পুলিশ অভিযানে বিএনপির ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা হলেন, কামারখন্দ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং বহুলী ইউনিয়ন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, বাবু সিরাজগঞ্জ-২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি আওয়ামী লীগ নেতা প্রফেসর ডা. হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার আসামী। মুক্তিযোদ্ধা সানাউল্লাহ মিয়া সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ অফিস ভাংচুর মামলার আসামী।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।