সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

আ’লীগ প্রার্থী মজিদ মন্ডলের সভামঞ্চে আগুন

সিরাজগঞ্জের  বেলকুচি উপজেলার তামাই হাই স্কুল মাঠে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগ প্রার্থী মজিদ মন্ডলের নির্বাচনী সভামঞ্চে সোমবার সকালে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

ওসি আব্দুল হাই সরকার জানান, সোমবার বিকেলে ওই স্কুল মাঠে আওয়ামী লীগের প্রার্থী মজিদ মন্ডলের নির্বাচনী সভা আহবান করা হয়। রোববার রাতেই মঞ্চ তৈরী করা হয়।

সোমবার সকালে দুর্বৃত্তরা মঞ্চে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনে।

তবে ১৮ দলীয় জোট না নির্বাচনের প্রতিপক্ষরা ঘটনাটি ঘটিয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।