সিরাজগঞ্জে পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও মারপিট করে
কর্তব্যরত গোয়েন্দা পুলিশের এক উপ-পরিদর্শকের সার্ভিস রিভলবার ছিনিয়ে
নিয়েছে অবরোধকারীরা।
জেলা বিএনপির ডাকা আজকের
সকাল-সন্ধ্যা হরতাল ও ১২ ঘন্টার বর্র্ধিত অবরোধের সমর্র্থনে যুবদল ও
ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যার পর শহরের রেলগেট এলাকায় থেকে একটি মশাল
মিছিল বের করেন। মিছিলটি চামড়াপট্টি খেদনসর্দারের মোড়ে গিয়ে ককটেল নিক্ষেপ
করে এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় টাঙ্গানো আওয়ামী লীগ নেতাদের বেশ ক’টি
ফেস্টুন ও ব্যানারে আগুণ ধরিয়ে দেয়।
এ সময় অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে
টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় কলোনী এলাকায় মিছিলকারীরা ধাওয়া দিলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম মাটিতে পড়ে যান। এ সময় তাকে মারপিট করে তার কাছে থাকা সার্ভিস রিভলবারটি ছিনিয়ে নেয়া হয়। রাত ১১ টার সময়ও রিভলবারটি উদ্ধার হয়নি।
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ সময় কলোনী এলাকায় মিছিলকারীরা ধাওয়া দিলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রেজাউল করিম মাটিতে পড়ে যান। এ সময় তাকে মারপিট করে তার কাছে থাকা সার্ভিস রিভলবারটি ছিনিয়ে নেয়া হয়। রাত ১১ টার সময়ও রিভলবারটি উদ্ধার হয়নি।
সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।