বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে. বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ আরো ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার ভোর ৬টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ অবরোধ।চলমান অবরোধে ১৮ দলের নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদে অবরোধের এ সময় বৃদ্ধি করা হয়। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

এর আগে, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে সড়কপথ, নৌপথ ও রেলপথ অবরোধ করার কর্মসূচি দিয়েছিলো বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। 
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।