বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে দু'মহল্লাবাসীর সংঘর্ষে আহত ৩৫, আটক ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকালে পৌর এলাকার ধোপাপাড়া ও একডালা মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে ৩ মহিলাসহ আহত হয়েছে কমপক্ষে ৩৫জন। আহতদের মধ্যে ১৭ জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই দু’মহল্লাবাসীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে সকাল সাড়ে ৯ টার দিকে উভয় মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে ৪টি বাড়ি ৩টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতেও উভয় মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।