বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

আজ ডঃ মিলনের মৃত্যু দিবস ।

যুগের সেরা প্রহসন ! আজ ডঃ মিলনের মৃত্যু দিবস । নব্বইয়ের স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনা ডঃ মিলন গণবিরোধী স্বাস্থ্যনীতির বিরুদ্ধে সোচ্চারে রাজপথে ছিলেন ।স্বৈরাচারের গুণ্ডাবাহিনীর বুলেট তার জীবন কেড়ে নেয়,যে জীবন নিবেদিত ছিল মানুষের স্বাস্থ্য রক্ষায় ।যে বিষয়ের বিরুদ্ধবাদে তিনি সোচ্চারে রাজপথে ছিলেন আজ সেই বিষয়ের মন্ত্রী হচ্ছেন সেই স্বৈরাচারের সহধর্মিনী স্বৈরাচারিনী !!সেলুকাস বাংলাদেশ !তবুও... মিলন তোমায় লালসালাম ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।