শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

৭ মার্চের ভাষণ "ইন্টারন্যাশনাল মেমোরি অব দি ওয়ার্ল্ড রেজিস্ট্রার " জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ মুক্তিযোদ্ধাসহ সমগ্র বাঙালিকে উদ্বুদ্ধ করেছে। ৪৬ বছর পর আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়ে বাঙালি জাতিকে গর্বিত করেছে।
“বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ” আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত আনন্দ শোভাযাত্রার শুরুর আগে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামছুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. বিমল কুমার দাস।

সমাবেশে বক্তারা আরও বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তি এনে দিয়েছে। এ ভাষণ না হলে স্বাধীনতা আসতো না। তাই ঐতিহাসিক এ ভাষণকে সকল শ্রেণীর পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত করার দাবী জানান বক্তারা।
জেলা প্রশাসক কার্যালয়েল সামনে সমাবেশ শেষ একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ষ্টেশন মুক্তির সোপান চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধাবৃন্দসহ কয়েক হাজার নারী-
পুরুষ ব্যানার ফেষ্টুন নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এর আগে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। জেলা শহর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।