শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

দেশে মাটিতে এখনো ষড়যন্ত্র হচ্ছে, জেল হত্যা দিবসে-তানভীর শাকিল জয়


পারভেজ আহমেদ, কাজিপুর প্রতিনিধিঃ
৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যাগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সাবেক এমপি সিরাজগঞ্জ -১ বলেন যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে তারা বাঙ্গালী জাতির কলঙ্ক, তারা বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতাকে হত্যা করে প্রমাণ করেছে অতীতে ও তারা চাইনি বাংলাদেশ স্বাধীন হক, বর্তমানেও দেশ যেন উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে না পারে তাই সেই ঘাতকেরা শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করছে। 
এছাড়াও শোক র‌্যালী, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, মীলাদ মাহফীলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে শক্রবার ৩রা নভেম্বর কাজীপুরে জেলহত্যা দিবস পালিত হয়েছে। শক্রবার ৩রা নভেম্বর রাত্রী ১২ট ১ মিনিটে প্রথম প্রহরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে  দিনের কর্মসূচী শুরু হয়। পরে নিহত চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর দহিত্র সাবেক এম পি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে উপজেলা চত্বরে এক শোক র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রাহমান, ছোনগাছা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল আলম, উপজেলা ভাইজ চেয়ারম্যান সাইফুল ইসলাম বেল্লাল, যুগ্ন সা:সম্পাদক সাইদুল ইসলাম প্রচর সম্পাদক উজ্জ্বল কুমার সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
পরে  মনসুর আলী কল্যাণ ট্রাণ্ঠটের উদ্যেগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ  এবং স্থানীয় নেতৃবিন্দদের মরনোত্তর ক্রেষ্টপ্রদান করা  হয়। বাদ জুমা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোওয়া অনুষ্ঠিত হয়।নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন ঐসব ঘাতক এখনো আমাদের মাঝে বিরাজমান তাই এরা যেন বাংলার মাটিতে মাথা তুলে দাড়াতে না পারে এবং  ৩রা নভেম্বরের মত ঘটনা না করতে পারে এদের বের করে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। আগামী নির্বাচনে  আওয়ামীলীগ যেন তৃতীয় বাবের মত যেন ক্ষমতাই আসে সকলের সহযোগীতা কামনা করেন।
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।