আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম বাংলাদেশ ও এটুআই যৌথভাবে কাজ করবে গ্রামীণ ও শহুরে দরিদ্র বেকার যুব ও যুবমহিলাদের মাঝে। এটুআই প্রোগ্রাম ও অক্সফ্যাম ৫ হাজার যুবক ও যুবমহিলাকে বিভিন্ন শিল্প কারখানায় এ্যাপ্রেনটিচশিপের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলবে। তারা সপ্তাহে ৫ দিন হাতে কলমে কাজ শিখাবে এবং একদিন তাত্ত্বিক বিষয়ে জ্ঞান দেবে। এছাড়া গ্রামীণ যুব সমাজকে উদ্যোক্তা হওয়া ও স্ব-কর্ম সন্ধান ও আত্মকর্মসংস্থান কিভাবে করতে হয় সে বিষয়ে দিক নির্দেশনামূলক এবং প্রেরণামূলক প্রশিক্ষণ দেওয়া হবে এ কার্যক্রমে। ইতোমধ্যে আইএলও- এর সহযোগিতায় এটুআই এ পর্যন্ত ৩০টি উপজেলায় ইনফরমাল সেক্টরে ৩৬টি ট্রেডে ১২’শ যুব ও যুবমহিলাদের কর্মে যুক্ত করেছে।
এ ধারাকে অব্যহত ও গতিশীল রাখতে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়-এর এসএসএফ ব্রিফিং রুমে এটুআই ও অক্সফ্যাম বাংলাদেশ-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী কার্যালয়-এর মহাপরিচালক (প্রশাসন) এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার এবং অক্সফ্যাম বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর (ভারপ্রাপ্ত) এম বি আখতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক কবির বিন আনোয়ার বলেন, আমাদের মুক্তিযুদ্ধকালীন শরণার্থী শিবিরে অক্সফ্যাম এর সেবামূলক কার্যক্রম মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়-এর এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাঈমুজ্জামান মুক্তা, এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট আসাদ-উজ-জামান, অক্সফ্যাম এর প্রোগ্রাম ম্যানেজার মো. খালিদ হোসেন, ম্যানেজার মনীষা বিশ্বাস, প্রজেক্ট কো-অর্ডিনেটর জলি নূর হক এবং এটুআই ও অক্সফ্যাম এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।