মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

এই নির্যাতন বন্ধ করুন: মিয়ানমারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পের শরণার্থীদের মাঝে উপস্থিত হয়ে মিয়ানমার সরকারের প্রতি নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে প্রথমে কক্সবাজার এবং সেখান থেকে সড়কপথে উখিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে এসে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া নারী, পুরুষ, শিশুদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। শরণার্থীদের মুখ থেকে দুর্দশার কথা শুনে প্রধানমন্ত্রীর চোখ ভিজে ওঠে। তার সঙ্গে থাকা ছোট বোন শেখ রেহানাও এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা ছাড়াও তার পুত্রবধূ আইওএম কর্মকর্তা পেপ্পি সিদ্দিক এ সময় কুতুপালং শরণার্থী শিবিরে উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।