মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান - ক্যাপ্টেন মনসুর আলীর উত্তরসূরি সাবেক সাংসদ জয়

টি,এম,কামালঃ 
বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান, বাঙালী জাতিসত্ত্বার সাথে মিশে থাকা ভালোবাসার নাম, একটি রাষ্ট্রের পরিচয়। বিশ্বের বুকে মাথা তুলে বাঙলীকে পরিচিত করার দৃঢ় প্রত্যয়দীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরের নাম। ১৯৭৫ এর ১৫ আগস্ট তাকে সরিয়ে যারা ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে চেয়েছিল ইতিহাস তাদের ক্ষমা করেনাই। আজ তারা আস্তাকুড়ে নিক্ষিপ্ত, জনবিচ্ছিন্ন। পাকিস্তান সেনাবাহিনী যা করতে পারেনি এদেশের ক্ষমতালিপ্সু একদল দেশদ্রোহী, বেঈমান তাই করেছে। তারা বাঙালী জাতির জনকের বুকে বুলেট এঁকে দিয়েছে। আজ তাদের বিচারও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করেছে। রায়ও কার্যকর হয়েছে এবং বাকিদের খুনিদেরও দেশে এনে ফাঁসি কার্যকর করা হবে ইনশা আল্লাহ। বঙ্গবন্ধুর ৪২ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মনসুর আলীর উত্তরসূরি, উত্তর বঙ্গের সিংহ পুরুষ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান, (সিরাজগঞ্জ-১) কাজিপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এ সবকথা বলেন। 

মঙ্গলবার সকালে কাজিপুর উপজেলা আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মি উপস্থিত ছিলেন। কাজিপুর উপজেলা আ’লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক সাইদুলইসলাম তালুকদারের সঞ্চালায় তিনি আরও বলেন, সময় এসেছে বঙ্গবন্ধুর নির্দেশিত সোনার বাংলা গড়ার। এজন্য আওয়ামীলীগকে আবারও ২০১৯ সালের নির্বাচনে জয়ী করতে হবে। আর তাহলেই বঙ্গবন্ধুর বিদেহী আত্মা শান্তি পাবে। 

শোককে শক্তিতে পরিণত করে দলীয় নেতাকর্মিদের সামনে এগিয়ে যাবার আহবান জানিয়ে তিনি বলেন, কাজিপুরের মাটি আ’লীগের ঘাঁটি। এখানে অন্যদলের কেউ জনগণকে কিছু দেয়নি দিতেও পারবে না। দলের সকল নেতাকর্মিকে ঐক্যের মাধ্যমে কাজ করে যেতে হবে। তাহলেই কাজিপুরের উন্নয়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত পরিকল্পনাগুলোর সুষ্ঠু বাস্তবায়ন হবে।শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল সরকার, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী, যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু, শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মান্নান তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু প্রমুখ।   বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদৎ বরণকারী সবার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর প্রধান অতিথি তার নিজ অর্থায়নে উপজেলার ১৯টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যে খাবারের ব্যবস্থাকরেন তাদের সাথে কুশল বিনিময় করেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।