মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

কজিপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত

পারভেজ আহমেদ, কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব  শওকত  হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্যে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, যে জাতির জন্য বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেন সেই জাতির কিছু বিপদগামী সেনা সদস্য রাতের অন্ধকারে স্বপরিবারে তাকে হত্যা করে। তিনি নাবাব সিরাজদৌলা ও মীর জাফরের প্রসঙ্গ টেনে বলেন, এদেশে যেমন সিরাজদৌলার বংশধর আছে তেমনি মীর জাফরের বংশধরেরা আমাদের মাঝে বিরাজমান। মীর জাফরের কারণে যেমন ইংরেজরা আমাদের দুইশত বছর শোষণ করেছে তেমনি বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতাকে হত্যা করে এদেশ মোস্তাক ও জিয়ারা আমাদের পিছিয়ে দিয়েছে।

এসময় তিনি আরও বলেন, মীর জাফরের বংশধরেরা যেহেতু আমাদের মাঝে এখনও আমাদের মাঝে বিরাজমান তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনারা জনেন এরা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেও খ্যান্ত হন নাই তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করে। এখনও ষড়যন্ত্রকারীরা থেমে নেই তাই আমাদের সতর্ক থাকতে হবে যেন ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। পরে বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের রুহের মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক বকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর রহমান মুকুল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, যুগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সধারণ সম্পাদক আমিনুল ইসলাম। কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলুসহ মুক্তিযোদ্ধা, সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ।
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।