শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭

সিরাজগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল কিন্তু কাজিপুরে একটি সংযোগও দেয়নিঃ বাঐখোলা গ্রামে বিদ্যুৎ উদ্বোধন কালে প্রকৌশলী তানভীর শাকিল জয়

সিরাজগঞ্জের কাজিপুরের গান্ধাইল ইউনিয়নে বাঐখোলা গ্রামে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মুনসুর আলীর উত্তরসূরী কাজিপুর-১ আসনের সাবেক সাংসদ, প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, বি,এন,পির আমলে সিরাজগঞ্জের ইকবাল হাছান মাহমুদ টুকু বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু কাজিপুর অঞ্চলে একটি বিদ্যুৎ সংযোগও তিনি দেন নাই। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে কাজিপুরের প্রায় সব ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ শেষের দিকে।

এসময় জনগণের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারই রাস্তাঘাটের উন্নয়ন, দূর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়াসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে অাসছে, তাই আগামী নির্বাচনে জনগণকে আওয়ামী-লীগের নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি ২ এর ডি,জি,এম, মিজানুর রহমান, কাজিপুর পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, এসময় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।