সিরাজগঞ্জ
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হওয়া
সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে ফুলেল
শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবর্ধনা শেষে আলোচনা সভায় বক্তব্য বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যন, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান সহ অন্যানো নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লূৎফর রহমান মাখন, যুগ্নসাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।