শুক্রবার, ২ ডিসেম্বর, ২০১৬

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস



সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত হওয়া সাবেক মন্ত্রী, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন।
শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে  সংবর্ধনা শেষে আলোচনা সভায় বক্তব্য বিনাপ্রতিদন্দিতায় নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যন, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম ইউসূফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, প্রধান উপদেষ্টা গাজী সাইদুর রহমান সহ অন্যানো নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লূৎফর রহমান মাখন, যুগ্নসাধারন সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।