বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে আচরন বিধি অবহিত করন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত



গতকাল সকালে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন হলরুমে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারি প্রার্থিদের সমন্বয়ে নির্বাচনি আচরন বিধি অবহিত করন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় আগামি ২৮ ডিসেম্বর নির্বাচনে প্রার্থিদের আচরন বিধি সর্ম্পকে অবহিত করা হয়।

নির্বাচনকে সুষ্ঠ ও শৃংখলা বজায় রাখতে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন লাগান বিষয়ে নির্বাচনি বিধি নিষেধ মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। নির্বাচনি প্রচার কার্য্যে অনুমদিত পোষ্টার হ্যান্ডবিল ব্যাবহার করা যাবে। এছাড়াও নির্বাচনি বিধিনিষেধ মেনে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করার আহবান জানান, কোন প্রার্থী নির্বাচনকে কেন্দ্রকরে কোন দলিয় প্রভাব বিস্ত্রা করা যাবেনা বলেও অবহিত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসমাইল হোসেন সহ জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনকারী সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য বৃন্দ গন উপস্থিত ছিলেন।     

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।