পুলিশের সেবা জনগনের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে শিয়ালকোল ইউনিয়নের কমিউনিটি পুলিশিংয়ের সম্মেলন অনুষ্টিত । গতকাল বুধবার সকালে শিয়ালকোল উইনয়ন পরিষদের হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিয়ালকোল ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য সচিব গোলাম আজম তালুকদার বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন । তিনি বলেন, পুলিশ জনগনের পাশে সব সময় বন্ধুর মত কাজ করে । যে কোন অপরাধ দেখলে সাথে সাথে সদর থানাকে জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ করেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ । আরো বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার এস, আই আজিম, এবং এ,এস আই মানিক । অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন, এস আই আবু জাফর ।