সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

উল্লাপাড়ায় ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ক্যাম্প স্থাপন


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা চত্বরে ক্যাম্প স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

১৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার  জানান, জেলার বেলকুচি, উল্লাপাড়া ও শাহজাদপুর এবং বগুড়া-নগরবাড়ি মহাসড়ক এলাকায় নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে দুই প্লাটুন বিজিবি সদস্য নিয়ে উল্লাপাড়ায় এ নতুন ক্যাম্পটি স্থাপন করা হলো।

জুনিয়র কমিশন কর্মকর্তা(জেসিও) সুবেদার আহসান হাবিবের নেতৃত্বে ৪০জন বিজিবি সদস্য নিয়ে সেখানে কাজ করবেন। তাদের সার্বিক কার্যক্রম সিরাজগঞ্জ থেকে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।