বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিপে ঃ দগ্ধ ৪

 সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৪ 
সিরাজগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাসে দৃর্বৃত্তদের দেয়া পেট্রোল বোমার আগুনে ৪ যাত্রী দগ্ধ হয়েছে। তবে আহতরা সবাই শংকমুক্ত বলে পুলিশ জানিছেন। এদেরকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি বেসরকারী কিনিকে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, টাঙ্গাইলের শখিপুরের চান্দু মিয়ার ছেলে খলিলুর রহমান (৩১), মির্জাপুরের জাকির হোসেনের ছেলে সজীব হোসেন (২৭), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার  রাখালপুর কান্দিপাড়ার মৃত, মোজাম্মেল হোসেনের ছেলে রস্তুম আলী (৪০) ও একই উপজেলার মহির উদ্দিনের ছেলে মহসিন হোসেন। এ ঘটনায় আহত ৬জনকে প্রাথমিক চিকিৎসার ছেড়ে দেয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

সাকোওয়াত মেমোরিয়াল হসপিটালের কতব্যরত চিকিৎসক ডাঃ শংকর জানান, রাত ৮টার পর আহতরা কিনিকে আসে। এদের মধ্যে প্রাথমিক চিকিৎসার পর ৬জনকে ছেড়ে দেয়া হয়েছে। আর ৪জন বেশী দগ্ধ হওয়ায় তাদের কিনিকে ভর্তি করা হয়েছে। এদের খলিলুর রহমান মাথায় আঘাত পেয়েছে এবং চোখের নিচে কেটে গেছে। বাকি ৩জনের হাত-পা ও শরীরের কয়েকটি স্থান পুড়ে গেছে।

ঢাকা থেকে রংপুরগামী চলনবিল টান্সর্পোট নামের একটি বাস রাত ৮টার দিকে মহাসড়কের ঝাঐল ওভারব্রীজের কাছে পৌছলে দূর্বৃত্তরা তাতে পেট্রোল বোমা নিপে করে। এতে বাসের চালকের কাছের লম্বালম্বি সিটে বসে থাকা লোকজনের উপর পড়ে। বোমাটি একটি টিভি বক্সের পড়ায় য়তি কম হয়েছে। তবে আগুনে টিভিটি পুড়ে গেছে বলে যাত্রীরা জানিয়েছেন।  

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে তাৎনিক ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহতরা সবাই আশংকামুক্ত রয়েছে। আমরা চিকিৎসার দেখভাল করছি। বাসটির তেমন তি হয়নি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।