তথ্যপ্রযুক্তিতে দক্ষ পেশাজীবি হতে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে দেশের বিভিন্ন সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ৩০ হাজার শিক্ষার্থী। শনিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ চৌধুরী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
রাজধানীর হোটেল সোনারগাঁও হোটেলে বিকাল ৫টায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী। এলআইসিটি প্রকল্পে এই উচ্চাতর প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আর্নেষ্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)। প্রকল্পটিতে মোট ৩৪ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি পেশাজীবি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। তিন ধরণের এই প্রশিক্ষণে এফটিএফএল কর্মসূচিতে ৪ হাজার, টপ-আপ আইটি প্রশিক্ষণে ১০ হাজার এবং আইটি সক্ষম সেবা (আইটিইএস) বুনিয়াদি প্রশিক্ষণে ২০ হাজার তরুণ-তরুণীকে দক্ষ করে তোলা হবে। এলআইসিটি প্রকল্পে দক্ষ মানব সম্পদ তৈরির প্রশিক্ষণে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর শেষ হওয়া এফটিএফএল প্রশিক্ষণের ৪ হাজারের মধ্যে প্রথম ব্যাচে ১৪৮ জনের মধ্যে ৭০ জনের বিভিন্ন আইটি শিল্প ও প্রতিষ্ঠানে চাকরি হয়েছে। অনেকে একাধিক কাজের প্রস্তাবও পেয়েছেন। সম্প্রতি দ্বিতীয় ব্যচে ১২৪ জনের তিন মাসের প্রশিক্ষণ শুরু হয়েছে কুমিল্লা বাংলাদেশ একাডেমি অব রুরাল ডেভেলপমেন্টে (বার্ডে)। আর শনিবার শুরু হতে যাচ্ছে প্রকল্পের সবচেয়ে বড় অংশের প্রশিক্ষণ।