স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী ৫ জানুয়ারি দেশে গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করা হবে। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে।'৫ জানুয়ারি গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করা হবে'
ফাইল ছবি।
শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত বছরের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, প্রিজাইডিং অফিসার হত্যাসহ সারা দেশে পুলিশের ওপর আক্রমণ করেছিল, তা জনগণের মাঝে তুলে ধরতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ জানুয়ারি নির্বাচন করে দেশের গণতন্ত্রকে রক্ষা করা হয়েছিলো। বিএনপি জামায়াত এ দিনটিকে লক্ষ্য করে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করেছে। কিন্তু তাদের রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে।'
তারা (বিএনপি, জামায়াত) যদি দেশে কোন নৈরাজ্য সৃষ্টি করে তবে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আওয়ামী লীগ সহ সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে বিএনপি জামায়াতকে মোকাবেলা করার আহবান জানান।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক দানি প্রমুখ।