শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪

সলঙ্গার প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ভাগ্নি জামাই পরিচয়ে প্রতারক আটক

প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ভাগ্নি জামাই পরিচয় দিয়ে লোকজনকে চাকুরী দেয়ার নামে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে আটক করেছে। শুক্রবার রাতে নিজবাড়ি থেকে প্রতারক আব্দুল হান্নান মন্ডলকে (৫০) আটক করা হয়। সে রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের লাঙ্গলমুড়া গ্রামের মৃত আব্দুল জুব্বারের ছেলে।

স্থানীয়রা জানায়, আটক আব্দুল হান্নান মন্ডল নিজেকে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি’র ভাগ্নি জামাই পরিচয় দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা এবং ঢাকার বিভিন্ন লোকজনকে চাকুরী দেবার নামে প্রতারনা করে সম্প্রতি প্রায় দু’কোটি টাকা হাতিয়ে নেয়। এসব নিয়ে ঢাকায় ও স্থানীয় ভাবে পুলিশের গোয়েন্দা সংস্থার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভূক্তভোগীরা। এছাড়াও সম্প্রতি গাজী ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার একাংশ) উপ-নির্বাচনে দলের পে আব্দুল হান্নান মন্ডল মনোনয়নও চেয়েছিলেন। সেখানে আওয়ামীলীগের মনোনয়নে একক প্রার্থী হিসাবে গাজী ম,ম আমজাদ হোসেন মিলন বিজয়ের পথে রয়েছেন।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল কবির জানান, ঢাকা ডিবি অফিসে করা একটি অভিযোগের প্রেেিত তাকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে বিস্তারিত বেড়িয়ে আসবে।

সলঙ্গা থানা আ’লীগের সভাপতি রায়হান গফুর বলেন, আব্দুল হান্নান মন্ডল সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আ’লীগের সদস্য। প্রতারনার দায়ে পুলিশ তাকে ধরেছে বলে  শুনেছি।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।