সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র থেকে ৬৫ জন ভূয়া শিক্ষার্থীসহ ৬ শিক্ষককে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ সময় ঐ ৬ শিক্ষককে ১০’ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে ঐ ভুয়া পরিক্ষার্থী ও শিক্ষকদের আটক করা হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আলম জানান চলমান প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার কেন্দ্র পরিদর্শনে যান উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শামিম আলম। এ সময় উপজেলার বড়হর স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদের কাগজ-পত্র যাচাই-বাছাই করতে গিয়ে ৮টি আনন্দ স্কুলের শিক্ষাথী হিসেবে পরিক্ষা দিতে আসা ৬৫ ভুয়া শিক্ষার্থীকে সনাক্ত করা হয়। একই সাথে ভুয়া শিক্ষার্থীদের সহযোগি ৬ শিক্ষককেও সনাক্ত করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ঐ ৬ শিক্ষককে ১০’হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইনত সাজার অনুপযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্র থেকে বহিস্কার করা হয়।