শুক্রবার, ৩ অক্টোবর, ২০১৪

ইমরান হত্যার প্রতিবাদে সয়াগোবিন্দ গ্রামে ঈদের দিন কালোপতাকা কালোব্যাজধারনের কর্মসূচি

দিয়ারধানগড়া গ্রামের সন্ত্রাসীদের হাতে নিহত ইমরানের স্মরণে সয়াগোবিন্দ গ্রামের সাদারণ মানুষ ঈদ উল আযহার দিনে কালো পতাকা ও কালোব্যাজ ধারন সকরার সিদ্ধান্ত নিয়েছে। 

গত ১৫ সেপ্টেম্বর দিনে দুপুরে প্রকাশ্যে সিরাজগঞ্জ ভোকেশনাল এর মেধাবী ছাত্র সয়াগোবিন্দ গ্রামের ইমরান নিহত হন। পাড়া মহল্লার সংঘর্ষে এই প্রথম দিয়ারধানগড়া ও সয়াগোবিন্দ গ্রামের মধ্যে নিহত হবার ঘটনায় ঐ গ্রামের সাধারন মানুষের মধ্যে ঈদের আনন্দ অনেকটাই স্নান হয়ে গেছে। 

গতকাল শুক্রবার সয়াধানগড়া উত্তরপাড়া আলফালাহ জামে মসজিদে জুম্মার নামাজ পরবর্তি এক আলোচনা করতে গিয়ে এলাকার বর্ষিয়ান মুরুব্বি শেখ কেরামত আলী ও সয়াগোবিন্দ পঞ্চায়েতের সাধারন সম্পাদক সুজাবত আলী এ কথা বলেন। 

এসময় সয়াধানগড়া পঞ্চায়েতের সাধারন সম্পাদক ছনোয়ার হোসেন মৃধাও বক্তব্য রাখেন। এর আগে সয়াগোবিন্দ জামে মসজিদ ও সয়াগোবিন্দ পঞ্চায়েতে পৃথক বৈঠকেও ঈদের দিন এলাকার সাধারন মানুষ ইমরান হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারনের কর্মসুচি গ্রহন করা হয়েছে বলে পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে। 

৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সাদারন সম্পাদক নাসির উদ্দিন দৈনিক যুগের কথাকে জানান, ইমরান নির্মমভাবে খুন হবার পরও হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের কি কারনে আটক করা হচ্ছেনা তা আমাদের জানা নেই। আমরা দ্রুত ইমরান হত্যাকারীদের আটক ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও বর্ষিয়ান মুরুব্বি শেখ কেরামত আলী বলেন, দিয়ারধানগড়ার সন্ত্রাসীরা গ্রামে ও শহরে সন্ত্রাস ও চাঁদাবাজী করে এদের নিকট কোন সামাজিক বিচার পাওয়া যায়না তাদরে গ্রামের সন্ত্রাসীদের হাতে ইমরান হত্যা হয়েছে তাই দিয়ারধানগড়া গ্রামের মানুষদের বয়কট করতে হবে। তিনি এব্যাপারে শহরের বিভিন্ন গ্রামের মানুষদের সোচ্চার হতে আহবান জানান।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।