অন্যরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হলেও গুলিবিদ্ধদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছেন। এরা হলেন- ইউনিয়ন যুবলীগ সভাপতি ও আমিনপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে আবদুল্লাহ আল হাবিব রিমন (৩২), একই এলাকার আফজাল হোসেনের স্ত্রী শাহিদা খাতুন (৪০) এবং মকবুল হোসেনের ৩ বছর বয়সী শিশুকন্যা সুমাইয়া।
সদর উপজেলার আমিনপুর গ্রামে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ছোনগাছা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ বিপ্লব জানান, গতকাল সকালে অনৈতিক কাজে জড়িত থাকায় আমিনপুর গ্রামের হাবিবুরের স্ত্রী নাসিমা ও পার্শ্ববর্তী আমিনপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মিলনকে গ্রামবাসী ধরে আটকে রাখে।
পরে বিষয়টির সমাধাকল্পে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে গ্রামে সালিশ বসে। সংবাদ পেয়ে সেখানে পৌঁছে পুলিশ আটক নারী-পুরুষকে ধরে আনার চেষ্টা করলে গ্রামবাসী ও আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ওই নারী-পুরুষকে থানায় নিয়ে যায়। এতে ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়। এ ব্যাপারে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেয়ায় রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে।