Published: 2014-09-03 16:28:17.0 Updated:2014-09-03 16:28:17.0
বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬০টি পরিবারের নারী-পুরুষের মধ্যে জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, জেলার বন্যাকবলিত ৫টি উপজেলা কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে বন্যার্তদের মধ্যে নগদ চার লাখ টাকা বিতরণের অংশ হিসেবে এ অর্থ বিতরণ করা হলো।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সালাহ্ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।