বৃহস্পতিবার সদর উপজেলার বহুলী বাজারে এ ঘটনায় আহত বহুলী
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান রাশেদকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলম
খান সাংবাদিকদের বলেন, রাশেদ কয়েকজনকে সঙ্গে নিয়ে বাজার এলাকায় পোস্টার ও ব্যানার
যান। এ সময় জামায়াত-বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
কামরুজ্জামানকে
কুপিয়ে ও মারপিট করে গুরুতর আহত করে। ব্যানার ও পোস্টারেও আগুন দেয় তারা।”
এদিকে সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাদের
শেখের বাড়িতে হাতবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাতে একই ইউনিয়নের ধীতপুর আলাল গ্রামে আব্দুল
কাদেরের বাড়িতে এ হামলায় তার ছেলে ছাত্রলীগকর্মী আতিক গুরুতর আহত হয়েছে বলে
জানিয়েছেন ফিরোজ আলম খান।