বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জ শহরের রেলগেট বাহিরগোলা ও খোকশাবাড়ীতে পুলিশের সাথে জামায়াত-বিএনপির পিকেটারদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত।

সিরাজগঞ্জ শহরের রেলগেট বাহিরগোলা ও খোকশাবাড়ীতে পুলিশের সাথে জামায়াত-বিএনপির পিকেটারদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জ দুপুরে শহরের বাহিরগোলায় কর্তব্যরত পুলিশের একটি পিকআপভ্যান লক্ষ্য করে পিকেটাররা ককটেল-ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাঁধে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট-সিসা ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় রাবার বুলেটের স্প্রীন্টার লেগে রুবেল নামে এক শিশুসহ অন্তত ৫জন আহত হয়। 

অপরদিকে, একই সময়ে খোকশাবাড়ী ইটভাটার কাছে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং যানবাহন ভাংচুর করার চেষ্টা করলে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫জন আহত হয়।
সদর থানার উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ ও সাদাত হোসেন জানান, বাহিরগোলা ও খোকশাবাড়ীতে পুলিশের পিকআপভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক র‌্যাব সদস্যসহ কমপক্ষে ৯জন আহত হয়েছে।আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে র‌্যাবের গাড়ী চালক আসাদের অবস্থা গুরুতর। 

পুলিশ এ সময় বিএনপি কর্মী শাহজামাল ভুট্টোকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, শাহজামাল ভুট্টোকে গ্রেপ্তারের জন্য র‌্যাব পুলিশ বেশ কয়েকদিন ধরে অভিযান চালায় শহরের বিভিন্ন স্থানে।

সন্ধ্যায় রেলগেট এলাকায় তাকে গ্রেপ্তার অভিযান কালে পুলিশের সাথে এই সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ বিপুল সংখ্যক টিয়ারগ্যাস রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, সদর উপজেলার বহুলী বাজারে পোষ্টার লাগানোর সময় আওয়ামী লীগ কর্মী রাসেলকে বেধম মারপিট ও কুপিয়ে যখম করেছে অবরোধকারীরা। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।