আসন্ন
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সোনার
বাংলাদেশের আবির্ভাব আবির্ভাব ঘটবে বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর আসনের
আওয়ামীলীগ মনোনীত প্রার্থী প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এ সময় তিনি
আরো বলেন, শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তির
প্রতিনিধিত্ব করছেন। আর যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে বিএনপি নেত্রী
স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন, তাদের রক্ষার জন্য বিভিন্নভাবে
অপচেষ্টা চালাচ্ছেন।
সোমবার সকালে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।
এ সময় তিনি গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগ সরকারকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করার উদাত্তভাবে আহ্বান জানিয়েছেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য্য, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মসম্পাদক আব্দুর সামাদ তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা সেলিনা বেগম স্বপ্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।