সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে তেলের গাড়িসহ পাঁচটি বাস পুড়ে গেছে।

রাতে একটি ট্যাংকলরী থেকে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্কে তেল নামানোর সময় হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। মুহুর্তেই অফিস কক্ষ থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং ট্যাঙ্কলরীসহ সেখানে দাঁড়িয়ে থাকা পাঁচটি বাসে আগুন ধরে যায়।
 
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিয়ানাদুল হক দিনার জানান, রোববার রাত ২টার দিকে উল্লাপাড়া উপজেলার নেওরগাছা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কের পাশে ‘দি ইস্টার্ন ফিলিং স্টেশনে’ আগুন লাগে।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তিনি বলেন, রাতে স্টেশনে অল্প কয়েকজন লোক ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গে নিরাপদ দূরত্বে সরে আসেন তারা। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।