সিরাজগঞ্জে পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেয়।মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ প্রায় ২০ রাউন্ড রাবার বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে আলোচনা শেষে পুর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল বের করার চষ্টো করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে টিয়ারশেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ১৫ জন আহত হয়।জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা বাবু জানান, দলীয় কার্যালয়ে আলোচনা শেষে শান্তিপুর্ণ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। রাবার বুলেটের স্পিন্টারের আঘাতে তিনিসহ জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রফিক, শহর যুবদলের সভাপতি রেজাউল জোয়ার্দ্দার, রুবেল, যুবদল কর্মী শিপু, রতন, জুয়েল ও কাকনসহ ১৫জন আহত হয়েছে বলে তিনি দাবী করেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে রাবার-বুলেট টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।