হরতাল-অবরোধে অংশ নেয়া জামায়াত-শিবির পিকেটাররা সংবাদকর্মীদের উপরেও বেপরোয়া ভাবে হামলা চালিয়ে মারপিট ও ব্যবহূত যানবাহন ভাংচুর এবং লাঞ্চিত করছে।
আজ জামায়াতের ডাকা হরতাল চলাকালে সদর উপজেলার বহুলী বাজারে সংঘর্ষে হতাহতের সংবাদ সংগ্রহ ও ছবি তুলদে গিয়ে ঘটনাস্থলে কর্তব্যরত ৭/৮জন সংবাদকর্মী এদের রোষানলে পড়েন।
এসময় তারা দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম ও দৈনিক সমকালের সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানাকে মারধর ও লাঞ্চিত করে এবং তাদের ব্যবহৃত
মোটরসাইকেল ভাংচুর এবং আগুন দেয়ার চেস্টা করে।
এছাড়াও বেসরকারী টেলিভিশন বাংলভিশনের প্রতিনিধি ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসান, অনলাইন মিডিয়া বিডি নিউজ ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু, দৈনিক জনতার জেলা প্রতিনিধি নজরুল ইসলামের উপরেও চড়াও হলেও তারা কেউ কেউ পালিয়ে আবারও কেউ তাদের ম্যানেজ করে রক্ষা পান।
এ সংবাদ জানার পর বিএনপি চেয়ারপার্সনের উপদষ্টো ও জেলা বিএনপি সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন বাবু হামলা, ভাংচুর ও মারপিটের ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের শাস্তি দাবী
করেন।