সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩

সিরাজগঞ্জের ৬ টি আসনে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনে ২৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কাছে রোব ও সোমবার আওয়ামীলীগ, জাতীয়পার্টি, জাসদ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, সিরাজগঞ্জ-১ মোহাম্মদ নাসিম (আওয়ামীলীগ), মোমিন-উদ-দৌলা (জাতীয় পার্টি-এরশাদ) স্বতন্ত্র বর্তমান এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না (আওয়ামীলীগ) মির্জা ফারুক আহমেদ (জাতীয় পার্টি-এরশাদ), আবুবক্কার ভূইয়া (জাসদ-ইনু) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর সরকার, সিরাজগঞ্জ-৩ গাজী ইসাহাক হোসেন তালুকদার (আওয়ামীলীগ) ও মোঃ জাকির হোসেন (জাতীয় পার্টি-এরশাদ), সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম (আওয়ামীলীগ), হিল্টন প্রামানিক, ও মির্জা ফারুক আহমেদ (জাতীয় পার্টি-এরশাদ), কামরুজ্জামান পান্না (জাসদ ইনু) এবং স্বতন্ত্র জাহিদুজ্জামান কাকন, সিরাজগঞ্জ-৫ শিল্পপতি আব্দুল মজিদ মন্ডল (আওয়ামীলীগ), মোঃ আবুবক্কার সিদ্দিক ও আবুল হাসনাত গোফরান (জাতীয় পার্টি-এরশাদ), স্বতন্ত্র সোনিয়া সবুর আকন্দ ও আতাউর রহমান, সিরাজগঞ্জ-৬ হাসিবুর রহমান স্বপন (আওয়ামীলীগ) মোঃ শাহান চৌধুরী ও মোক্তার হোসেন (জাতীয় পার্টি-এরশাদ) ও স্বতন্ত্র অধ্যক্ষ (অবঃ) আজাদ রহমান।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।