বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

‘ড. কামাল হোসেন জ্ঞানপাপীর মতো কথা বলছেনঃ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বুধবার আকস্মিকভাবে ড. কামাল বললেন ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে’। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষাসহ সব খাতে সাফল্য অর্জন করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তখন কেন শেখ হাসিনা পদত্যাগ করবেন? ড. কামাল হোসেন কি জেনে শুনে জ্ঞানপাপীর মতো কথা বলছেন?’তিনি বলেন, ‘জনগণের ক্ষমতা পাঁচ বছরের জন্য শেখ হাসিনার উপর অর্পিত আছে। ২৪ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদ আছে। ৫৭-৩ ধারা অনুযায়ী একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করবেন।’বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখা হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কোনো চক্রান্ত করে নির্বাচন বন্ধ করার ক্ষমতা কারো নেই উল্লেখ করে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে, তফসিল ঘোষিত হয়েছে। বিএনপি-জামায়াতের পাশাপাশি তথাকথিত সুশীল সমাজ বিশিষ্ট সংবধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের নেতৃত্বে অশুভ তৎপরতা শুরু হয়েছে। ’সংবাদ সম্মেলনে ১৪ দলের অন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।