বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

অবরোধকারীদের তাণ্ডবে রাজধানীতে অগ্নিদগ্ধ হলো ১৯ জন। 


রাজধানীর শাহবাগে শিশুপার্কের সামনে মিরপুরগামী একটি বাসে অবরোধকারীরা আগুন দিলে তারা অগ্নিদগ্ধ হন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি পুলিশ কন্ট্রোল রুমের সামনেই ঘটে।তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

শাহবাগ থানার উপপরিদর্শক সোহেল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।অগ্নিদগ্ধদের মধ্যে অন্তত ১২ জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।আহতরা হলেন, একুশে টিভির ক্ষুদে সাংবাদিক সুস্মিতা ও তার মা গীতা সেন (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বাবু,পুলিশের হাবিলদার নুরুন্নবী (৪২),আবু তালহা (৪২), মোহাম্মদ রবিন, চালক মাহবুব, ব্যাংকার শফিকুল ইসলাম, ব্যাংকার মাসুমা, জাহাঙ্গীর হোসেন মৃধা, মোহাম্মদ শামীম (২৫),  আমজাদ হোসেন (৪২),  রিয়াজ (১৮), নাহিদ, রাহাজুল,  রবীন, আবদুল মালেক এবং খোদেজা নাসরীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর শিশুপার্কের সামনে মিরপুরগামী বিহঙ্গ পরিবহনটি যাওয়ার পথে অবরোধ সমর্থকরা অতর্কিতে হামলা চালিয়ে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে বাসযাত্রীরা চিৎকার শুরু করে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।