চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করে ৫ শতাধিক যাত্রীর প্রাণ বাঁচানোর জন্য কৃষক তাজুলকে বিশেষ সম্মাননা দিয়েছে পুলিশ প্রশাসন।
উপরে ফেলা রেললাইনের উপর দিয়ে আসা একটি ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে বাচিয়েছিলেন তাজুল ইসলাম । প্রতিদিনের মতো ভোরে নামাজ পড়ে ঘর থেকে কাজে বের হন। বাড়ির পাশ দিয়ে যাওয়া রেলপথে গিয়ে দেখেন কারা যেন লাইন উল্টে রেখেছে । এদিকে রেলপথের পশ্চিম দিক থেকে চলন্ত ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে কি করবেন ভেবে পাচ্ছিলেন না হঠাৎ বুদ্ধি এলো মাথায়। দৌড়ে বাড়ি গিয়ে স্ত্রীর লাল রঙের শাড়ি ছিড়ে এনে একটি লাঠিতে ঝুলিয়ে ছুটে যান ট্রেন লক্ষ্য করে পশ্চিম দিকে। ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দৌড়ে গিয়ে ট্রেন থামালেন তাজুল ইসলাম। এতে রক্ষা পেলো ‘মেঘনা এক্সপ্রেস’ এ থাকা প্রায় ৫ শতাধিক মানুষের জীবন । কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পেল