অনলাইনে দলীয় সমর্থকেরা যেভাবে কথা বলেন, সেসব দেখে মনে হয় এক দলের লোক আরেক দলের লোককে সামনে পেলে পিটিয়ে মেরে ফেলবেন। শুধু অনলাইন না, সমর্থক বা কর্মীরা তাদের সকল নিজস্ব বলয়ের চিন্তা ভাবনা, আড্ডা, মিছিলে এমন আচরন-ই করেন। কিন্তু মূল নেতা-নেত্রীরা তো একজন আরেকজনের প্রতি যথেষ্ঠ সৌহার্দ্যপূর্ণ। শুধু কল্পনা করুন মির্জা ফখরুলের সাথে হাস্যোজ্জ্বল আপনার একটি ছবি অনলাইনে এলো।