সিরাজগঞ্জের পৌর এলাকার আমলাপাড়া পূর্ব ও পশ্চিম মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ
হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ৪টি দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে
আহত হয়েছে কমপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে ৭জন কে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি
করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আমলাপাড়া ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ওই ঈদগাহ মাঠে স্থানীয় পূর্বপাড়ার ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়রা অনুশীলন করার জন্য মাঠে নামে। এ সময় পশ্চিম পাড়ার মহল্লার কিশোর ও যুবকরা তাদের মাঠ ছেড়ে দিতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যায় সংঘর্ষ বাধে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে ওই ঈদগাহ মাঠে স্থানীয় পূর্বপাড়ার ইয়াংস্টার ক্লাবের খেলোয়াড়রা অনুশীলন করার জন্য মাঠে নামে। এ সময় পশ্চিম পাড়ার মহল্লার কিশোর ও যুবকরা তাদের মাঠ ছেড়ে দিতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ধ্যায় সংঘর্ষ বাধে।
পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।