তারাশ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ
পরিহিত সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে
জিম্মি করে সোনার গহনা ও নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে
গেছে।
ডাকাতের ছুরিকাঘাতে গৃহকর্তা ফারুক আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উক্ত উপজেলার লালুয়ামাঝিড়া গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র
ফারুক আহমেদের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ১২/১৩ জন মুখোশ পরিহিত একদল ডাকাত
হানা দেয়। তারা ওই বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় তারা
উল্লেখিত টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গৃহকর্তার চিৎকারে প্রতিবেশীরা
ঘটনাস্থলে ছুটে আসলেও ডাকাতদের আটক করতে পারেনি।