বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

সিরাজগঞ্জে ৭ ছিনতাইকারী আট

  • Sirajgonj Net
    সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী সহ ৭ ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
    সিরাজগঞ্জে ৭ ছিনতাইকারী আটক

সিরাজগঞ্জে স্বামী-স্ত্রী সহ ৭ ছিনতাইকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর রাজপাড়া থানার হরোহ গ্রামের মাসুদ রানা (৩২), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার অধিবাসী সুমন (৩২) ও তার স্ত্রী জোসনা (২৮), আলম (৩০) বাবু (৩২) মোতালেব (৩৫) ও সবুজ (২২)। এরা সবাই উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও বিশেষ করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এসআই খাইরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে একদল পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ১টি অটোরিক্সা সহ উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলো- রাজশাহীর রাজপাড়া থানার হরোহ গ্রামের মাসুদ রানা (৩২), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলার অধিবাসী সুমন (৩২) ও তার স্ত্রী জোসনা (২৮), আলম (৩০) বাবু (৩২) মোতালেব (৩৫) ও সবুজ (২২)। এরা সবাই উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনে ছিনতাই ও বিশেষ করে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

    এসআই খাইরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির উদ্দিনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে একদল পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ১টি অটোরিক্সা সহ উল্লেখিত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
    এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
     

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।