সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রীজ এলাকায় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে চর হামকুড়িয়ায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮নং ব্রীজ এলাকায় রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সকাল ১১টা দিকে লাশ উদ্ধার করে করে মর্গে পাঠায়।