সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করেনা। ঠিক তেমনি বি,এন,পির জন্যও নির্বাচনের সঠিক সময় ও নির্বাচন মুখী জনতার স্রোত থেমে থাকবে না


নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নতুন মন্ত্রীরা। সোমবার বিকাল তিনটায় তারা বঙ্গভবনে শপথ গ্রহণ করেন। শপথ বাক্যপাঠ করান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মন্ত্রী হিসেবে যে ছয় জন শপথ নিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, রাশেদ খান মেনন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু।শপখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও। তাকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বাগত জানান।তিনটা সাত মিনিটে পবিত্র রআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয়েছে সর্বদলীয় সরকারের নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। শপখ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।