বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

সিরাজগঞ্জ জেলা পরিষদ বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে।

বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৬০টি পরিবারের নারী-পুরুষের মধ্যে জনপ্রতি ৫’শ টাকা করে বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী ও অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম বলেন, জেলার বন্যাকবলিত ৫টি উপজেলা কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরে বন্যার্তদের মধ্যে নগদ চার লাখ টাকা বিতরণের অংশ হিসেবে এ অর্থ বিতরণ করা হলো।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সালাহ্ উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।