বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আলহাজ আবু ইউসুফ সূর্যের সভাপতিত্বে নবনির্বাচিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লা বিন আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিলটি জেলার দলীয় কার্যালয় থেকে শহর প্রদিক্ষণ করে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু ইউসুফ সূর্য বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপ এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন তথ্য প্রযুক্তির উন্নয়নে এক যুগান্তকারী মাইল ফলক। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যেমন ভূ-উপগ্রহ তৈরি করেন, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাহসী পদক্ষেপে এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপন বাস্তবায়িত হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লা বিন আহমেদ সমাপনী বক্তব্যে উপস্থিত জেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ঝড় বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিলে অংশগ্রহণ করায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগের নেতা কর্মীদের ধন্যবাদ জানান। এবং বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।