বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

সিরাজগঞ্জ থানার আয়োজনে দুর্গাপূজা সুষ্ঠ ও সুশৃঙ্খলের লক্ষে মত বিনিময় সভা

সিরাজগঞ্জ সদর থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠ ও সুশৃঙ্খল করার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন ।
বৃহস্পতিবার সদর থানা চত্বরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু,সহ-সভাপতি রঞ্জন মন্ডল তপা,সাধারন সম্পাদক সঞ্জয় সাহা,যুগ্ন সম্পাদক সুকান্ত সেন, সাংগঠনিক সম্পাদক সুবির কর্মকার, সদর থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় দত্ত অলোক, শহর পুজা উদযাপন পরিষদের সভাপতি হীরক গুণ। 
আরো বক্তব্য রাখেন কালী বাড়ী গোবিন্দ মন্দিরের সভাপতি জীবন বিশ্বাষ, যুগ্ন সম্পাদক সুকুমার দাস, মহাপ্রভুর আখড়া কমিটির সাধারণ সম্পাদক রশিক চন্দ্র পাল, ঘুড়কা মহাশ্বষান কমিটির সভাপতি প্রদীপ বসাকসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ। এসময় সদর থানা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ গৌর, শহর পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রিংকু কুন্ডু।

এ সময় আরো উপস্থিত ছিলেন সদর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম, ওসি অপারেশন নুরুল ইসলাম, উপ পরিদর্শক আলী জাহান, আযীমসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন দুর্গা পুজায় মন্দিরে মন্দিরে সাম্প্রীতি কমিটি গঠন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, ডিজে বাজানো নিষেধসহ নানান দিক নির্দেশনা দেয়া হয় মন্দির কমিটি গুলোকে।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।