পারভেজ (কাজিপুর প্রতিনিধিঃ) কাজিপুর উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে প্রয়াত সভাপতি মরহুম আল আমিন তালুকদারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
কাজিপুর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় মরহুম আল আমিন তালুকদারের স্মৃতিচারণ করেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোজাম্মেল হক সরকার বকুল। তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আওয়ামীলীগের যখন দুঃসময় তখন আল আমিন ছাত্রলীগকে সুসংগঠিত করে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করেছেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব খলিলুর রহমান সিরাজী বলেন, আল আমিন ছিল নম্র-ভদ্র, ত্যাগী কর্মী। তিনি আগামীতে যারা ছাত্রলীগ করবেন তারা আল আমিন তালুকদারের রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে ছাত্র রাজনীতি কারার আহবান জানান।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সাকার, যুগ্ন সাধারণ সম্পাদক শাইদুল ইসলাম তালুকদার, স্মৃতিচারণ করেন কাজিপুর পৌরসভা মেয়র হাজী নিজাম উদ্দিন, স্মৃতিচারণ করেন উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক আলী আসলাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন ও যুগ্ন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং পরিবারের পক্ষে স্মৃতিচারণ করেন মরহুম আল আমিন তালুকদারের ছোট ভাই পারভেজ তালুকদার।
এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে কাজিপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সম্পাদকসহ সর্বস্তরের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিল।