সোমবার, ৭ আগস্ট, ২০১৭

হবিগঞ্জে ২৫০ শয্যাআধুনিক হাসপাতাল ভবনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এমপি বলেছেন- দেশে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব মোকালোয় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। প্রস্তুতি অনুযায়ী কাজ করায় ইতোমধ্যে এর প্রাদুর্ভাব কমে এসেছে। তিনি চলতি শিক্ষা বর্ষ থেকেই হবিগঞ্জ মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হবে বলেও ঘোষণা দেন।
তিনি বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নব-নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট ৬তলা হাসপাতাল ভবনের উদ্বোধনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাগুলো বলেন। ৩৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ৮তলা বিশিষ্ট ৬তলা ভবনের নির্মাণ করা হয়। ৬৮ হাজার ৭৪৮ বর্গফুটের এ ভবনে ২টি লিফটসহ আধুনিক চিকিৎসা সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধন শেষে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলায় এক সুধি সমাবেশের আয়োজনে তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য বিভাগের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গ্রামের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা হাসপাতালে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের সরকার এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
মন্ত্রী রাতে শায়েস্তাগঞ্জে শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। শুক্রবার বিকেলে তিনি লাখাই উপজেলার কালাউক হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন।

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।