মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা প্রশাসন, আওয়ামী-লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার(১৫আগস্ট) সকালে বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, চিত্রাঙ্কাণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান মাহমুদের তত্যাবধানে সেচ্ছায় রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এর মধ্যে শোকর‌্যালীতে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদরের এম,পি  অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সাবেক মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এম,পি সেলিনা বেগম স্বপ্না, আ‘লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসেন আলী হাসান, আব্দুল বারি তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, পৌড় মেয়র আব্দুর রউফ মুুক্তা, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিনসহ যুবলীগের সভাপতি মইনুদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিমসহ ছাত্ররলীগ ও রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দিবসটি পালন উপলক্ষ্যে কাজিপুরে সাবেক সাংসদ তানভির শাকিল জয়ের উদ্যোগে ১৮টি এতিম মাদ্রাসায় কুরয়ান শরীফ খতম শেষে তাদের ভোজের আয়োজন করা হয়। এছাড়া সাহজাদপুরে আ‘লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী শেষে গণভোজের আয়োজন করেন স্থানীয় এমপি স্বপন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।