শেখ হাসিনা যতদিন থাকবেন, বন্যায় একটি মানুষও না খেয়ে মরবে না”- তানভীর শাকিল জয়।
কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুর উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় অনুষ্ঠানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর উত্তরসূরী, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান , বর্ন্যাত্য মানুষের পাশে দ্বাড়াতে নেতা-কর্মীদের নির্দেশ প্রদানকালে বলেন, “বর্তমান সরকার বর্ন্যার জন্য পূর্ব প্রস্তুতি রেথেছে বলেই এখন পর্যন্ত একাট
মানুষ্ও মারা য়ায় নি। জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন, বন্যায় একটি মানুষও না খেয়ে থাতবে না, না খেয়ে মরবে না ”
কাজিপুর উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল টুর্নামেন্টে আজ বুধবার ১২ই জুলাই বুধবার বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল বকুল সরকারসহ উপজেলোর নেতৃবৃন্দ।
কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুর উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় অনুষ্ঠানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর উত্তরসূরী, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রী জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি মহোদয়ের সুযোগ্য সন্তান , বর্ন্যাত্য মানুষের পাশে দ্বাড়াতে নেতা-কর্মীদের নির্দেশ প্রদানকালে বলেন, “বর্তমান সরকার বর্ন্যার জন্য পূর্ব প্রস্তুতি রেথেছে বলেই এখন পর্যন্ত একাট
মানুষ্ও মারা য়ায় নি। জননেত্রী শেখ হাসিনা যতদিন থাকবেন, বন্যায় একটি মানুষও না খেয়ে থাতবে না, না খেয়ে মরবে না ”
কাজিপুর উপজেলা বঙ্গবন্ধু বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফাইনাল টুর্নামেন্টে আজ বুধবার ১২ই জুলাই বুধবার বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল বকুল সরকারসহ উপজেলোর নেতৃবৃন্দ।