শনিবার, ২৪ জুন, ২০১৭

সিরাজগঞ্জ বি,এল, স্কুল প্রাক্তন ছাত্র সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ বি,এল, স্কুল প্রাক্তন ছাত্র সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বি,এল, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন “বি.এল.স্কুল এক্স স্টুডেন্টস এসোসিয়েশন” এর ইফতার ও দোয়া মাহফিল ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ শহরের যমুনার তীরে অবস্থিত বি,এল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে প্রায় ৭০০ জন প্রাক্তন ছাত্ররা এক সাথে ইফতার করেন।
ইফতার ও দোয়া মাহফিলের আহ্বায়ক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম, সাইদুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক (১) ও ইফতার কমিটির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি (৩) মীর রহমত উল্লাহ লিটন, অর্থ উপকমিটির সদস্য সচিব মোঃ ফজলে খোদা উল্লাস, সদস্য গৌরাঙ্গ ও কাজল। যোগাযোগ ও সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক মির্জা মোস্তফা জামান ও সদস্য সচিব মোঃ আবদুল্লাহ আল মামুন খান, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক এস,এম, আব্দুস ছালাম মামুন ও সদস্য সচিব মোঃ লুৎফুল কবির সোহাগ, আপ্যায়ন উপ-কমিটির আহবায়ক মোঃ রুহুল আমিন সিদ্দিকি খসরু ও সদস্য সচিব সৈয়দ মঞ্জুর এলাহী তপু, অভ্যার্থনা উপ-কমিটির আহবায়ক শ্রী অমর কৃষ্ণ দাস, ও সদস্য সচিব শরিফ উস সাইদ কপোত, ইফতার ও নৈশ ভোজের বিতরণ ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক মোঃ রাসেদ ইউসুফ জুয়েল ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম খান রাসেদ। ইফতার ও দোয়া মাহফিলের শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্কুলের ছাত্রদের বৃত্তির জন্য ১লক্ষ টাকার চেক সংগঠনের সাধারণ সম্পাদক এস,এম, সাইদুল ইসলামের নিকট হস্তান্তর করেন শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাহমুদ সেলিম এসময় তার সাথে যৌথ ভাবে সহ-ক্রিয়া সম্পাদক মোঃ শরিফ ও ক্রিয়া সম্পাদক মোঃ মঞ্জুর আলম পান্না স্কুলের ছাত্রদের লেখা-পড়ার পাশা-পাশি খেলাধুলার জন্য ক্রিকেট খেলার সামগ্রী স্কুলের প্রধান শিক্ষক মমতাজ পারভিনের নিকট হস্তান্তর করা হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।