শনিবার, ১৭ জুন, ২০১৭

ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী নিহত

ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী নিহত সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে শরীফুল ইসলাম (২৪) নামে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) রাতে সিরাজগঞ্জ-ঈশ্বরদী রেলসড়কের রায়পুর স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

শরীফুল রায়পুর রেলওয়ে কলোনী মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় সিরাজগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. কায়কোবাদ জানান, শরীফুল আত্মহত্যার উদ্দেশ্যে রেলসড়কের ওপর শুয়েছিল। রাতে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী লোকাল ট্রেন তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

খবর পেয়ে রাত ১১ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।